সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটুর সভাপতিত্বে সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে দোয়া-মাহফিল পরিচালনা করেন, সুহিলপুর এবিএস ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. ছেফায়েত উল্যাহ।

এর আগে পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. জসিম উদ্দিন, সুহিলপুর এবিএস ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুর রহিম, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন পাল, মজিবুর রহমান মেম্বার, মিজানুর রহমান মেম্বার ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক সিরাজুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন, অভিভাবক মো. বাবুল পাটওয়ারী, শিক্ষানুরাগী মো. আব্দুর রশিদ, জাকির হোসেন জাহিদ, আবুল ফারাহ মজুমদার, শিক্ষকদের পক্ষে উত্তম কুমার দেবনাথ, পরিক্ষার্থীদের মধ্যে সাবিহা আক্তার ও মেহেরিন মিনহা, অধ্যয়নরত শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তালহা যোবায়ের। বক্তব্য শেষে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও মিলাদ পরিচালনা করেন, মাও. মো. শাহআলম।

সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের উপস্থাপনায় বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. আরাফাত হোসেন।

এসময় বিশেষ অতিথি আবু জাফর, মোবারক হোসেন, মনির হোসেন, আব্দুল মালেক, দুলাল গাজী, ডা. লিয়াকত হোসেন মিয়াজী, হেলাল উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম পাটওয়ারী, কাউছার আলম, শামছুল হক গাজী, শাহাদাত হোসেন রোমান, মাহবুব আলম খোকন, বিল্লাল গাজী, অলি উল্যাহ্ ও মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম