সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

চাঁদপুর : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিকের সাথে যুক্ত থাকতে হবে। খেলাধুলার দিক দিয়ে চাঁদপুরে সম্ভাবনা অনেক।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ব্যক্তিগণের মাঝে চেক ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, অতি শীঘ্রই বেশ কিছু সংস্কারের কাজ শুরু হবে। যেন খেলাধুলার কোন ব্যাঘাত না ঘটে। এসময় মন্ত্রী সবাইকে অনুরোধ জানান খেলাধুলার ক্লাবগুলো এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বিপিএম (বার), ক্রিকেট উপকমিটির সাধারণ সম্পাদক শেখ মোতালেব।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌরমেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. সিরাজ।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম