‘সুস্থ থাকতে হলে প্রতিটি খাবার সুষমভাবে খেতে হবে’

চাঁদপুরে তিন শতাধিক কিশোর কিশোরীদের অংশগ্রহণে সেমিনার

চাঁদপুর : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে চাঁদপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিন শতাধিক কিশোর কিশোরীদের অংশগ্রহণে পুষ্টি সচেতনতা বিষয়ক সেমিনার ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, আমরা পুষ্টি সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে চাই। আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য পুষ্টি ও খাবার সম্পর্কে ধারণা দেয়া। পুষ্টি সম্পর্কে শুধু নিজেই নয়, নিজের পরিবারসহ সকলকে জানাতে হবে।

ডিসি উপস্থিত কিশোর কিশোরীদের উদ্দেশ্যে বলেন, দেশ বদলাতে পারে সুস্থ মানুষ। নিজে সুস্থ ও সবল থাকলে দেশ বদলানো সম্ভব হবে। সুস্থ থাকতে হলে সুষম খাবার প্রয়োজনীয়তা জানতে হবে। শুধু প্রোটিন বা শর্করা খেলে সুস্থ থাকা যাবে না। সুস্থ থাকতে হলে প্রতিটি খাবার সুষমভাবে খেতে হবে। প্রোটিন শুধু মাছ মাংসেই পাওয়া যায় না। কিছু কিছু সবজিতেও প্রোটিন পাওয়া যায়। সেসব খাবার খেতে হবে। আমরা চাই তোমরা সুস্থভাবে বেড়ে উঠো। সুস্থভাবে বেড়ে উঠে দেশকে বদলাও।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আব্দুল মান্নান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।

চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মালিহা আফসার।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক মো. ইখতিয়ার উদ্দিন শিশুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম