
হাইমচর (চাঁদপুর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং উত্তর আলগী ৭নং ওয়ার্ড র্ঘোড়া মার্কার সমর্থনে মাঝি বাড়ী সংলগ্ন সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির মাঝির সভাপতিত্বে ও মোঃ রাকিব শেখ এর পরিচালনায় ফারুকুল ইসলাম মাঝির নেতৃত্বে একটি নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৬টায় ঘোড়া মার্কার সমর্থনে মাঝি বাড়ী সংলগ্ন একটি নির্বাচনী এ অফিস উদ্বোধন করেন।
মাকসুদ আলম খান এ সময় বলেন, আমাকে ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করলে গরীব দুঃখী মানুষের হক তাদের আমানত হিসেবে সকলের হাতে পৌছে দিব ইনশাআল্লাহ। আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়নে যদি সুুষ্ঠু স্বাভাবিকভাবে লোকজন ভোট দিতে পারে তাহলে ঘোড়া মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে।
তিনি দুঃখের সাথে বলেন, মরহুম মাইনুল মাঝি আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তারপরেও আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ পাক যেন মাইনুল মাঝিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
এসময় উপস্থিত ছিলেন হাসু মৃর্ধা,মুনছুর মোল্লা, হাফেজ মাওলানা নুরুল আমিন হাওলাদার,ডাক্তার ইয়াছিন খান, মোঃ খোকন দেওয়ান, ছৈয়াদ আহম্মেদ চকিদার,আকবর গাজী, আতিক উল্লা গাজী,মোক্তার পাটওয়ারী, জুয়েল গাজী, তোহা মাঝি,দুলাল আখন,মিজান বেপারী,আরিফ কবিরাজ, আব্দুল বারেক দেওয়ান, রুহুল আমিন, খোকন মাঝি,জাহাঙ্গীর আলম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ফম/এমএমএ/