মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুবকর সিদ্দিক খোকন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মনোনীত প্রার্থী হলেও দল থেকে মনোনয়ন পাননি।
তাই রোববার দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তার প্রস্তাবকারী, সমর্থনকারী ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সুলতানাবাদ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবুবকর সিদ্দিক খোকন বলেন, আমি আমার রাজনীতির শুরু থেকেই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তৃণমুলে আমার ব্যাপক জনপ্রিয়তা থাকাবস্থায়ও দল থেকে আমি বার বার নৌকা প্রতীক চেয়েও পাইনি। এবারে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে জয়ী হবো। এবং সুষ্ঠু ভোট হবে বলেও আমি শতভাগ আশাবাদী। কারণ আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সরকার। গণমানুষের অধিকার রক্ষা করার সরকার।
এদিকে সুলতানাবাদ ইউনিয়নের একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, আবুবকর সিদ্দিক খোকন দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে ছিলেন। তিনি ছাড়া আরও কেউ দলের তৃণমুল নেতাকর্মীদের খোঁজ খবর নেন না। এছাড়াও সাধারণ জনগণকেও ব্যাপক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন আবুবকর সিদ্দিক খোকন। তাই তৃণমূলে তিনি একজন জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত।
ফম/এমএমএ/