সুলতানাবাদ ইউনিয়নে ভোট প্রার্থনা কর্মী প্রশিক্ষক তালিকা ও প্রশিক্ষণ বিষয়ে সভা

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে ভোট প্রার্থনা কর্মী ও প্রশিক্ষক তালিকা প্রস্তুত ও প্রশিক্ষণ বিষয়ে জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর রবিবার বিকালে সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক উপজেলা দাসের আড়ংয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, প্রবীন আওয়ামী লীগ নেতা বাবু রাধেশ্যাম রায় প্রমুখ। আরো বক্তৃতা দেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাস্টার, আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ মাস্টার, যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, আঃ ছাত্তার মাস্টার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, প্রভাষক কামরুল হাসান, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মোঃ খোরশেদ আলম, যুবলীগ নেতা জসিম উদ্দিন, নিপু সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, দেশে একাত্তরের স্বাধীনতা বিরোধীরা সন্ত্রাস নৈরাজ্য শুরু করেছে। তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। আর এজন্য প্রতিটি আওয়ামী লীগের কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ রক্ষায় বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবিলা করতে হবে। না হলে তারা আবারো পাকিস্তানি দোসরদের মত দেশ করে ফেলবে। সেই সুযোগ আর দেওয়া হবে না। আমরা আবারো ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধামন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবো, ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগের উন্নয়নের কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, দলের স্বার্থে বিভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে ৫ম বারের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়াররে বসাতে হবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম