সুবিধা বঞ্চিতদের মাঝে শাহরাস্তি পৌর ছাত্রদলের ঈদ উপহার

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মেহের কালিবাড়ি এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অটো, রিক্সা, ভ্যানচালক ও ফুটপাতের ব্যবসায়ীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের তত্ত্বাবধানে উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলাম সুজন, ছাত্রদল নেতা সাব্বির, শাহাদাত, আকাশ, লিপ্লু, মেহরাব, শরিফ, জাহিম, মেহরাব, জাহিদ, হৃদয়, আফসার প্রমুখ।

পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল জানান, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকে, এবং ভবিষ্যতেও থাকবে। এই উপহার সামান্য হলেও ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

ফ/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম