সুজাতপুর বাজারে ‘হাসান ফার্মা’ উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর): মানসম্মত সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে হাসান ফার্মা পথচলা শুরু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর ) সকালে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে ওষুধের দোকান হাসান ফার্মা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এখানে যেকোন রোগের মানসম্মত রোগের ওষুধ পাওয়া যাবে বলে জানান প্রোপাইটর হাসানুজ্জামান সিকন।

দোয়া পরিচালনা করেন মুফতী জয়নাল আবেদীন। মিলাদ পরিচালনা করেন সুজাতপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম ও মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা জামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুজাতপুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি ওছমান গণি সরকার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, হাসান ফার্মার প্রোপাইটর হাসানুজ্জামান সিকন, প্রচার সম্পাদক সাংবাদিক আরাফাত আল-আমিন সহ সুজাতপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ।

হাসান ফার্মার প্রোপাইটর হাসানুজ্জামান সিকন বলেন, যেকোন রোগের মানসম্মত ওষুধ নিয়ে সুজাতপুর বাজারে আমরা চালু করলাম হাসান ফার্মা। এখানে ডাক্তার চেম্বার করা হবে, সপ্তাহে ২ থেকে ৫ দিন বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যাবে। আমরা মানসম্মত সেবার নিশ্চয়তা দিতে পারি। সবাই মানসম্মত চিকিৎসা ও ওষুধ সেবা নিতে আমাদের হাসান ফার্মা’তে চলেন আসবেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম