সুখ বসতি 

–এস ডি সুব্রত
না ফুটুক ফুল
না ডাকুক কোকিল কুহুতানে
পলাশে শিমুলে
না হোক রঙের মাখামাখি
কি আসে যায়
কাছে কিংবা দূরে
এ মধু বসন্তে
অলিন্দের খুব কাছাকাছি
মন যদি খুঁজে পায়
মনের ঘরে সুখ বসতি
পরানে পরান রেখে বলব
তুমি আছ আমি আছি।
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।

ফোকাস মোহনা.কম