
চাঁদপুর: ২০০৫ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় নিহত চাঁদপুরের বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ত হাশেম বকাউল এর কবর জিয়ারত করেন ও মরহুমের পরিবারের কাছে শিক্ষামন্ত্রী দীপু মনির বার্তা পৌছে দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বুধবার (১৭ আগষ্ট) বিকেলে শহরের তালতলা রোডস্থ বকাউল বাড়িতে হাশেম বকাউলের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অজয় কুমার ভৌমিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, উপ দপ্তর সম্পাদক রনজিৎ রায় চৌধুরী, সদস্য অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌরপৌানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর আওয়ামীলীগ নেতা মাহমুদ আহমেদ মিঠু।
উল্লেখ্য, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ত হাশেম বকাউল আদলত প্রাঙ্গণে ১৭ আগষ্ট বোমা হামলায় গুরুতর আহত হয়ে দির্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ে ৩ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।
ফম/এমএমএ/