চাঁদপুর: চাঁদপুরের নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সিভিল সার্জনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন মতবিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য স্বাস্থ্য সেবার মাধ্যমে জনগনকে সেবা করবেন। জেলার স্বাস্থ্য উন্নতির করার জন্য জামায়াতের সহযোগিতা চান। জামায়াত নেতাদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।
চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সহকারী সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া, শহর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, শুরার সদস্য এড: মামুন মিয়াজী, গোলম মাওলা, সাইফুল ইসলাম সবুজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সাখাওয়াত হোসেনসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/