সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে শিশু দিবসে বিনামূল্যে চিকিৎসা

কচুয়া (চাঁদপুর): গত ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

ওইদিন কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ রিফায়েত উল্লাহ শরীফ।

এসময় সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জেসমিন আক্তারসহ কলেজের শিক্ষকমন্ডলী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতির পিতার জন্মদিন উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন।

এছাড়া হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম