সিঙ্গাপুরে ফুটবলের বাছাই পর্বে অংশ নিলেন চাঁদপুরের জুই

এএফসি অনূর্ধ্ব -১৭ নারী এশিয়ান কাপ

চাঁদপুর: সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব -১৭ নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে অংশ নিয়েছে বাংলাদেশ। আর সেই বাংলাদেশ দলে হয়ে খেলছেন চাঁদপুর শহরের বকুলতলা এলাকার জুই আক্তার। বর্তমানে সে সিঙ্গাপুরে রয়েছেন দলের সাথে।

বুধবার ( ২৬ এপ্রিল ) সন্ধা ৬টায় জালান বিসার স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে লাল-সবুজ বাহিনী। এই আসরে বাংলাদেশ খেলবে ডি-গ্রুপে।এই গ্রুপের ৩ দলের মধ্যে একটি দলই পরবর্তী রাউন্ডে খেলার যোগত্যা অর্জন করবে। বাংলাদেশ দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ আগামী ৩০ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে।

জুই এর বাবার নাম মোঃ জয়নাল বেপারী ও মাতার নাম নার্গিস বেগম। ২ ভাই ১ বোনের মধ্যে সে মেঝো। সে ১২৫ নং কেজি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে পড়াশোনা শুরু করেন। চাঁদপুরের ফুটবল কোচ ও সাবেক জাতীয় ফুটবলার ইউসুফ বকাউলের মাধ্যমে তার ফুটবলের হাতেখড়ি গড়ে। সে একজন ভালো গোলকিপার হিসেবে চাঁদপুর জেলা দলের হয়ে চট্টগ্রামে বাফুফে ও ক্রীড়ামোদী দর্শকদেও তার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করেন। ২ বছর আগে সেখান থেকে তাকে বাফুফের নারী ফুটবল দলের কর্মকতারা তাকে সিলেক্ট করেন। তারা ফুটবল কোচ ও তার বাবা এবং মা জানায় গত ২ বছর ধরে জুই ঢাকায় আবাসিক ক্যাম্পে থেকে অনুশীলণ কওে যাচ্ছেন। জাতীয় অভিজ্ঞ ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটনের মাধ্যমেই ঢাকার মাঠে সে অণুশীলণ করেছেন।

জুই এর বাবা,মা ও তার প্রিয় কোচ ইউসুফ বকাউল এ প্রতিবেদককে জানায় , জুই যেনো দেশের হয়ে দলের পক্ষে ভালো খেলা উপহার দিতে পারে এ জন্য জেলাবাসীর কাছে তিনি দোয়া ও সমর্থন চেয়েছেন। সে চাঁদপুর জেলা প্রমীলা দলের নিয়মিত একজন খেলোয়াড় ছিলেন।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম