চাঁদপুর: চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক এর পিতা আবু তাহের মিয়াজী আর বেঁচে নেই।
তিনি ২৪ সেপ্টেম্বর ভোর ৪টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে এবং ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।
বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নে বলশীদ মিয়াজী বাড়িতে জানাজার অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন হোসেনপুর গাউছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম আল কাদরী। জানাজার নামাজে শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চাঁদপুরের লেখকরা উপস্থিত ছিলেন।
সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম জানান, আবু তাহের মিয়াজী গত কয়েক মাস যাবত বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।
দুপৃর ১২টায় তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তাতেও তাঁর জ্ঞান না ফেরায়, কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে সাহিত্য মঞ্চের সভাপতি, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের পিতার মৃত্যুতে চাঁদপুর সাহিত্য একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।
ফম/এমএমএ/