সাহিত্য মঞ্চের আয়োজনে বই বিষয়ক আড্ডা ‘পাঠচক্র’

শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের আয়োজনে বইপাঠ বিষয়ক সাহিত্য আড্ডা ‘ মাসিক পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমির ছাদে লেখক-পাঠকদের অংশগ্রহণে ব্যতিক্রমি এই আয়োজন সম্পন্ন হয়।

সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে সহ-সাংগঠনিক সম্পাদক সাদ আল-আমিনের উপস্থাপনায় পাঠচক্রে বই আলোচনায় অংশ নেন কবি, প্রাবন্ধিক ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া, কবি ইকবাল পারভেজ, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ ফরিদ হাসান, কবি জাহিদ নয়ন, পলাশ দে, মারিয়া ফারজানা, বিথী নন্দী, তাইয়েব হোসাইন ও আফীফাহ সাওদা। এছাড়া উপস্থিত ছিলেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম, মুসলেহা বিনতে জামান, জয়নব ঝুমা, নাদিয়া আফরিন, খাদিজা আক্তার, সুহাইলা আক্তার, মুহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ রাফাত প্রমুখ।

আলোচকগণ সম্প্রতিক সময়ে তাদের পঠিত প্রিয় বই নিয়ে আলোচনার পাশাপাশি এই ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বই আলোচনা বিষয়ক পাঠচক্রটি অব্যাহত রাখার অনুরোধ করেন। আলোচকরা বলেন, এই আলোচনাটি অব্যাহত রাখলে বইয়ের ব্যাপারে পাঠকদের আগ্রহ সৃষ্টির পাশাপাশি মননশীল পাঠক ও বক্তা তৈরিতে ভূমিকা রাখবে।

পাঠচক্রের এবারের আয়োজনে আলোচকগণ ওয়াসি আহমেদের তলকুঠুরির গান, সিমোন দ্য বোভেয়্যারের দ্য সেকেন্ড সেক্স, অমর্ত্য সেনের জগৎ কুটির, জাকারিয়া পলাশের কাস্মিরের ইতিহাস ও ঐতিহ্যসহ বেশকিছু বই নিয়ে আলোচনা করেন। বইয়ের পাশাপাশি আলোচকগণ কবি মনসুর আজিজ সম্পাদিত ছোটকাগজ আড্ডাপর্ব এবং ছোটকাগজ শিউলিমালা নিয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, বই বিষয়ক এই আড্ডাটি প্রতিমাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়। অনিবার্য কারণবশত অক্টোবরের শেষ শুক্রবারের পাঠচক্রটি এক সপ্তাহ পিছিয়ে গতকাল ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম জানান, আমাদের অক্টোবর মাসের পাঠচক্রটি যথাময়ে অর্থাৎ ২৪ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে তিনটায় জোড়পুকুরপাড়স্থ সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হবে। তিনি চাঁদপুরের সকল লেখক-পাঠককে উন্মুক্ত এই বই বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানান।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম