সাহিত্য একাডেমীতে সাহিত্য আসরসহ বঙ্গবন্ধু কর্নার চালু হচ্ছে

চাঁদপুর: করোনার জন্যে বন্ধ হয়ে যাওয়া সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মাসিক সাহিত্য আসর বা আড্ডা চলতি অক্টোবর মাসে আবার শুরু হবে। এছাড়া একাডেমী ভবনে চালু হবে বঙ্গবন্ধু কর্নার।

গত ৩০ সেপ্টেম্বর একাডেমীর নির্বাহী কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত দেন একাডেমীর সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। করোনার প্রকোপ না বাড়লে মাসিক সাহিত্য আসর একাডেমী মিলনায়তনে নিয়মিত অনুষ্ঠিত হবে।

যদি অনিবার্য কারণে কোনো সভা বা অনুষ্ঠান সশরীরে উপস্থিত থেকে করা সম্ভব না হয়, তাহলে ভার্চুয়ালি আয়োজন করে একাডেমীর কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা হবে বলে উক্ত সভায় আলোচনা হয়।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম