চাঁদপুর: সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন সারা দেশ ব্যাপী শীত বস্ত্র বিতরন কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের উদ্যোগে ৩০ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলার উত্তর সাপদী বাঘরা বাজার এলাকার ঐতিহ্যবাহী নূরানী ইসলামীয়া মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের কো-অর্ডিনেটর আলমগীর আলম জুয়েল, জয়েন কো-অর্ডিনেটর জহির জায়েদুর রহমান, মিজানুর রহমান খান লিটন, জয়েন কো-অর্ডিনেটর সাংবাদিক মনির হোসেন খান (চ্যারিটি ফোরাম), সৈয়দ আহমেদ ও প্যানেল সদস্য সাইফুল ইসলাম এবং রেইনবো হাসপাতালের পরিচালক এনামুল কাদের অপুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার বাংলা ৮৮ চাঁদপুর প্যানেল কো- অর্ডিনেটর জুয়েল ও জয়েন কো- অর্ডিনেটর জায়েদুর রহমান জহির। কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন নূরানী ইসলামীয়া মাদ্রাসার মোতওয়াল্লী পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ খান ইউসূফি।
কম্বল বিতরন শেষে মাওলানা মাহফুজ উল্লাহ খানের পরিচালনায় সারা বাংলা ৮৮ জেলা প্যানেলের সকল বন্ধুদের জন্য দোয়া করা হয়। উক্ত মাদ্রাসায় কম্বল বিতরন শেষে বিকেল ৫ টায় সদরের ৮ নং বাগাদী ইউনিয়নের চরমেয়শা এলাকার ঐতিহ্যবাহী ওমর ফারুক (রাঃ) মাদ্রাসার ছাত্রদের মাঝে দ্বীতিয় দফায় শীত বস্ত্র বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন প্যানেল কো- অর্ডিনেটর জুয়েল, জয়েন কো – অর্ডিনেটর মনির হোসেন খান, মিজানুর রহমান খান লিটন, সৈয়দ আহমেদ, প্যানেল সদস্য রেইনবো হাসপাতালের পরিচালক এনামুল কাদের অপু।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল কো- অর্ডিনেটর জুয়েল, জয়েন কো- অর্ডিনেটর মনির হোসেন খান।
কম্বল বিতরন শেষে উপস্থিত সকলের জন্য দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মোতওয়াল্লী মাওলানা নাসির উদ্দিন চাঁদপুরি।
ফম/এমএমএ/