রোববার (৯ জুন) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে সংক্ষিপ্ত পরিসরে এ আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে একইসাথে ডা. মিলি, ডা. শাহজাদী ও ডা. মুনার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চাঁদপুর জেলা শাখার সভাপতি ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জামাল সালেহ উদ্দিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এম নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, চাঁদপুর মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান ডা. আফরোজা বেগম, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের কনসালটেন্ট ডা. সালেহ আহমেদ, ওজিএসবি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. তাবেন্দা আক্তার সহ অন্যান্য চিকিৎসকগণ।