শাহরাস্তি (চাঁদপুর): কুমিল্লায় পুজা মন্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় উস্কানী না ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবান জানিয়েছেন শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান।
বুধবার (১৩ অক্টোবর) তিনি শাহরাস্তি থানার ফেসবুক আইডি হতে এ আহবান জানান।
পাঠকদের উদ্দেশ্যে তাঁর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ কুমিল্লায় পুজা মন্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় দোষীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় অনুগ্রহ করে কেউ আইন হাতে তুলে নিবেন না। অতি উৎসাহী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন মাধ্যমে উস্কানীমূলক কোন মন্তব্য অথবা কর্মকান্ড হতে বিরত থাকার অনুরোধ করা হলো। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে চলমান এ সম্প্রতি রক্ষায় আপনিও গর্বিত অংশীদার হোন।
ফম/এমএমএ/