চট্টগ্রাম: থিয়েটার ইনস্টিটিউটে পূর্বা আয়োজিত গোলটেবিল বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি ও আমাদের করনীয় সাবেক চসিক কাউন্সিলর আবিদা আজাদের মুল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়।
পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় আয়োজিত গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, হযরত শাহ সূফী আমানত শাহ (রঃ) মাজারের মোতোওয়াল্লী আলহাজ্ব শাহজাদা ফরিদ উদ্দিন মোহাম্মদ আলী খাঁন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শায়েস্তা খাঁন আল আজহারী, সনাতন ধর্ম গবেষক ও চবি’র সহযোগী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, চট্টগ্রাম চার্চ ডায়োসিস এর ভিকার জেনারেল ফাদার লিওনার্ড রেবোরো, উত্তর হাসিমপুর বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ স্থবির।
আরো অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ পরিচালক প্রজেষ কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ নাট্যজন দেওয়ান মাকসুদ, প্রবীণ সংস্কৃতিজন শওকত আলী সেলিম, যুব বিষয়ক কর্মকর্তা জাহান উদ্দিন, আইডিইবির কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সদরুল আমিন, সম্বন্বয়ক সদরুল ইসলাম, সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, বিটার এডমিন মৃত্যুঞ্জয় দত্ত, ঘাসফুলের প্রোগ্রাম সম্বন্বয়কারী সিরাজুল ইসলাম, ইপসার প্রকল্প কর্মকর্তা শোভন চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য সঞ্চিতা বড়ুয়া, এডভোকেট সুব্রত শীল রাজু, স্থপতি ইনস্টিটিউশন চট্টগ্রামের ট্রেজারার স্থপতি বিজয় শংকর তালুকদার, প্রকৌশলী আরিফুল্লাহ হাই, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, কৃষিবিদ রফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পাপড়ী সেনগুপ্ত, সালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, বাউল মোজাহেরুল ইসলাম, কলামিস্ট মাসুদ পারভেজ, অরুন কুমার বলাই, প্রকৌশলী এস এম সেলিম, পূর্বা’র দপ্তর সম্পাদক প্রীতম দাশ, সদস্য মিঠুন সেন, তূর্জয় দাশ, মোঃ রায়হান।
এসময় বক্তারা বলেন, পৃথিবীর সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। বাংলাদেশের উন্নয়ন যদি আমাদের লক্ষ্য হয়, শিক্ষা ও স্বাস্থ্যের বিকাশ যদি আমাদের আকাঙ্ক্ষা হয়, তা হলে সাম্প্রদায়িকতাকে আমাদের দূরে সরিয়ে রেখে এগোতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা বাঙালি। আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। এ সংস্কৃতির গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। সত্যিকারের জ্ঞান মনের সংকীর্ণতা দূর করে। জ্ঞানের আলো জ্বালাতে প্রথাগত শিক্ষার সঙ্গে প্রকৃত শিক্ষার প্রসার ঘটাতে হবে। গ্রামে-গঞ্জে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতে হবে।
ফম/এমএমএ/