চাঁদপুর: চাঁদপুর শহরের বিষ্ণুদী ঈমানিয়া জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এই ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন শানে সাহাবা খতিব কাউন্সিলের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সামাজিক ঐক্যর প্রয়োজন রয়েছে। বর্তমানে আল্লাহর নামের জিকির বন্ধ করার পাঁয়তারা করছে নাস্তিকরা। আমরা যে যেই দলেরই হইনা কেন সবাইকে যখন মরতে হবে তাই এত বিভক্তির কি দরকার। সস্তা রাজনীতির জন্য বর্তমানে সামাজিক ঐক্য বিনষ্ট হচ্ছে। সামাজিক ঐক্য ফিরিয়ে আনতে হলে মানুষদের আজ মসজিদ মুখি হতে হবে। বাংলাদেশে সাড়ে ৩ লক্ষ মসজিদ থাকার পরও প্রতিদিনই কোন না কোন ইমামদের লাঞ্চিত করা হচ্ছে। অন্যায় করলে আত্মপক্ষের কথা বলার সুযোগ দিতে হবে।
ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর টঙ্গীর মাদ্রাসা সওতুল কুরআনের পরিচালক হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল কাহহার।
এছাড়া আরো বক্তব্য রাখেন, বাইতুল সালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা যাইনুল আবেদীন, বিষ্ণুদী জামিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইউসুফ খান, আল কারীম মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ইসহাকুর রহমান।
আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, বড় স্টেশন জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, দারুন ফজল মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওলানা হাফেজ আবুল হাসনাত, ইকরামুল উম্মাহ মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওলানা নূরে আলম, জিলানী জামে মসজিদের খতিব হযরত মাওলানা ওবায়দুল্লাহ, ষোলঘর মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওলানা লিয়াকত হোসাইন, রশিদিয়া মহিলা মাদ্রাসার মুহ্তামিম মাওলানা মুফতি আমিনুল ইসলাম, ভূঁইয়া মার্কেট জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ রশিদ আহমেদ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজ সেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল খালেক মিয়াজি, সাইফুল ইসলাম খান, সালেহ্ আহম্মেদ, সজিব মৃধা, মোশাররফ হোসেন, বিপ্লব মিয়াজি, আব্দুল আজিজ ঢালী।
ফম/এমএমএ/