সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ’র ইন্তেকাল

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মো. শফিউল্লাহ মিয়া আর নেই।

শুক্রবার (৩১ মে) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি ছিলেন ১৯৭২ সালে বিসিএস ব্যাচের মেধাবি অফিসার।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শফিউল্লাহ মিয়া তার চাকুরী জীবনে প্রথমে ম্যাজিষ্ট্রেট, এরপর পর্যায়ক্রমে এডিসি, ডিসি, উপ সচিব ও সচিব ছিলেন। ২০০৫ সালে তিনি চাকরী থেকে অবসরে যান।

আজ রাতে রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের বরকন্দাজ বাড়িতে বীর সন্তানের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম