চাঁদপুর: চাঁদপুর শহরের বকুলতলা এলাকার বাসিন্দা ও অগ্রনী ব্যাংকের সাবেক কর্মকর্তা মুকবোল হোসেন খানের স্ত্রী শাহীদা হোসেন শনিবার রাত সাড়ে ১০টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া পথে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার সকাল ১১টায় চাঁদপুর পৌর ঈদগাঁ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্বামী ১ ছেলে ২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার গ্রামের বাড়ী সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর এলাকায় মিজি বাড়ী।
তিনি স্বামী সন্তানসহ চাঁদপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বকুলতলা এলাকায় দীর্ঘ দিন যাবত নিজ বাড়ীতে বসবাস করতেন।
তার ছোট জামাতা চাঁদপুর প্রেসক্লাবের সদস্য, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মিজান লিটন এবং মরহুমার একমাত্র পুত্র দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্ট মনির হোসেন খান। মরহুমের রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোওয়া কামনা করা হয়েছে।
ফম/এমএমএ/