মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক সফল চেয়ারম্যান মহরম শাহজাহান মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাকান্দা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় শনিবার (৯ অক্টোবর) দুপুরে শাহজাহান মিয়ার সুযোগ্য পুত্র কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোহাম্মদ শিপুর ব্যবস্থাপনায় চাল বিতরণ করা হয়েছ।
চাল বিতরণ অনুষ্ঠানে হোসাইন মোহাম্মদ শিপু বলেন, আমার বাবা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আপনাদের সুখে দুঃখে সব সময় তিনি পাশে ছিলেন এবং সাহায্য- সহযোগিতা ও এলাকাবাসীর জন্য কাজ করে গিয়েছেন।সেটা আমার বাবার কাছ থেকে আমরা শিখেছি। আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমি যেন আমার বাবার মতো আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। এবং আমার বাবার মতো সাহায্য- সহযোগিতার ধারা অব্যাহত রাখতে পারি সবাই আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার বাবা যেমনি আপনাদের পাশে ছিলেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ ।
এসময় উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রানা মিয়া, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আহম্মেদ বাবু, যুবলীগ নেতা শিপন সরকার, যুবলীগ নেতা সাধন সরকার, সাবেক যুবলীগ নেতা আনোয়ার হোসেন আয়নাল, ডাঃ খলিলুর রহমান, শিশির সরকার বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/