সাফল্যের জায়গায় সবচেয়ে বড় অর্জন করেছে বর্ণচোরা নাট্যগোষ্ঠী

চাঁদপুর : চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষে ১১দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

তিনি বক্তব্যে বলেন, সাফল্যের জায়গায় সবচেয়ে বড় অর্জন করেছে এ সংগঠনটি। আজকের আয়োজনটি চমৎকার। কারণ আজকে শিল্পকলায় মানুষের সমাগম রয়েছে। একসময় দেখেছি নাটক দেখার জন্যে নাটকের টিকিটের জন্যে মানুষের লাইন হতো। মাঝখানে তার ঘাটতি ছিলো। কিন্তু এখন আবার সেই প্রানবন্ত শুরু হচ্ছে। আমরা চাই কোন কৌশল করে নয়, নিজের উদ্যোগে মানুষ হলে আসবে এবং হলগুলো ভরে উঠবে সাংস্কৃতিক চিন্তা ধারনায়।

মোয়র বলেন, আমাদের যে অডিটোরিয়ামটি কাজ শুরু হয়েছিলো তার অনেকাংশেই বাকী রয়েছে। আমরা আশাকরি পৌরসভার একটি প্রকল্পের মাধ্যমে সেই কাজটি সম্পূর্ণ করার। আশাকরছি আমাদের মেয়াদকালে এই কাজটি সম্পূর্ণ করতে পারবো। পৌরসভা সাংস্কৃতিক অঙ্গনের পাশে আমরা সবসময়ই আছি। পৌরসভা শুধু পৌরসভার উন্নয়নই নয়, পৌরবাসীর মনস্তাত্ত্বিক উন্নয়ন করাও পৌরসভার কাজ। তা আমরা করে যাচ্ছি।

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর উপদেষ্টা আরমান চৌধুরী রবিন।

উদ্বোধনী দিনে জিয়াউল আহসান টিটোর নির্দেশনায় এবং বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ‘লালননামা’ নাটক মঞ্চায়িত হয়।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম