চাঁদপুর: চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত অন্যতম ‘সাপ্তাহিক চাঁদপুর কাগজ’ এর প্রকাশনার ১৭তম বর্ষ পূর্ণ হয়েছে।
আজ রবিবার (২৭ নভেম্বর) পত্রিকাটি ১৮তম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ ১৭ বছর পত্রিকাটি অত্যন্ত আন্তরিকতা ও সততার সাথে সম্পাদনা করে আসছেন প্রকাশক ও সম্পাদক মোঃ মুনাওয়ার হোছাইন (মুনাওয়ার কানন)।
প্রায় দেড় যুগ সময়ে পত্রিকাটি চাঁদপুরের সর্বস্তরের মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছে। পত্রিকাটির মাধ্যমে প্রকাশিত হয়েছে সমাজের নানা দিক। চাঁদপুর জেলাকে তুলে ধরা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজ অবস্থান থেকে ভূমিকা রেখেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
পত্রিকার সম্পাদক মুনাওয়ার কানন জানান, দীর্ঘ এই পথ চলায় পত্রিকা সম্পদনা ও প্রকাশানের ক্ষেত্রে বিভিন্ন পেশা শ্রেণীর লোকজন সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে যারা গনমাধ্যমে কাজ করেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা।
এছাড়াও ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার পাঠক, সুধী, বিজ্ঞাপনাদাতা ও প্রিয় চাঁদপুরবাসীকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন।
ফম/এমএমএ/