সাদা কালো স্বেচ্ছাসেবী সংগঠনের মেধাবৃত্তি পেল ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩৯ টি মাধ্যমিক স্কুল এবং ১২ টি মাদ্রাসা সহ ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৩ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ মেধাবৃত্তি প্রদান করেছে সাদা কালো স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কৃষিবিদ রুহুল আমিন।

সাদা কালো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ সোহেল সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান বাবু ও উপদপ্তর সম্পাদক মোঃ সানি ইসলামের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, সাদা কালো মেধাবৃত্তি ২০২৩ বাস্তবায়ন কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহআলম, সদস্য সচিব সোহেল রানা, সহ-সভাপতি ডাঃ মকবুল হোসেন মুকুল, আবুল কালাম আজাদ, ডাঃ মিজানুর রহমান রানা, নুরে আলম প্রধান।

আরো বক্তব্য রাখেন, শিক্ষা বিষয়ক সম্পাদক এস আলম মাস্টার, সদস্য মোঃ নাজমুল হাসান রাসেল, কোষাধ্যক্ষ আলম শামসুজ্জামান, সদস্য মোঃ ইসমাইল হোসেন সুমন সহ আরো অনেকে।
ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম