চাঁদপুর: সাগরে ৬৫দিন মাছ আহরণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্রে চাঁদপুর মাছঘাটে ইলিশের আমদানি শুরু হয়েছে। সরবরাহ কম হওয়ায় এখনে এই ঘাটে ইলিশের মূল্য অনেক চড়া। তবে নিষেধাজ্ঞার সময় মূল্য আরো বেশী ছিল। তখন এক কেজি ওজনের ইলিশ ছিল ২হাজার ২শ’ থেকে শুরু করে ২৪শ’ টাকা। যা এখন বিক্রি হচ্ছে ১৬শ’ থেকে ১৮শ’ টাকা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখাগেছে প্রত্যেক আড়তের সামনে কম-বেশী ইলিশ রয়েছে। ৫০০ গ্রাম, ৮শ’ গ্রাম থেকে ১ কেজি এবং দেড় কেজি থেকে ২ কেজি ওজনের ইলিশই ঘাটে আমদানি হয়েছে। সকালে বাজার কিছুটা সরগরম হলেও বিকেলে ছিল খুবই নিরীবিলি।
মেসার্স ভাই মৎস্য আড়তের পরিচালক দেলোয়ার হোসেন বেপারী জানান, আজকের বাজারে দেড় কেজি থেমে দুই কেজি ওজনের ইলিশ প্রতিমণ ৮০ থেকে ৮৫ হাজার টাকা, ৮শ’ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ প্রতিমণ ৪০-৫০ হাজার টাকা। ছোট সাইজের ইলিশে প্রতিমণ বিক্রি হচ্ছে ১৮-২০ হাজার টাকা।
মেসার্স মিজানুর রহমান কালু ভুঁইয়া মৎস্য আড়তের ম্যানজার ওমর ফারুক জানান, আজকের ঘাটের সব আড়ত মিলিয়ে নামার ইলিশ আমদানি হয়েছে প্রায় ৩০ মণ। অন্য বছর মৌসুমের এই সময়ের তুলনায় অনেক কম।
খুচরা ইলিশ বিক্রেতা ইসমাইল জানান, দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২হাজার ৪শ’ থেকে শুরু করে ২ হাজার ৮শ’ টাকা। তবে এসব ইলিশ আজকের নয়, জেলেরা গতকাল ধরেছেন।
ফম/এমএমএ/