সাংস্কৃতিক পক্ষের ১৫তম দিনে মঞ্চস্থ হয়েছে আলোমতি প্রেমকুমার

চাঁদপুর পৌরসভা গৌরবের ১২৫ বছর 

চাঁদপুর: চাঁদপুর পৌরসভার গৌরবের ১২৫ বছর উপলক্ষে সাংস্কৃতিক পক্ষের ১৫তম দিনে বুধবার ( ১২অক্টোবর ) রাত ৮টায় মঞ্চস্থ  হয়েছে  মেঘনা থিয়েটার, চাঁদপুরের নাটক  আলোমতি প্রেমকুমার।
নির্দেশনায় ছিলেন হারুনুর রশীদ ডাক্তার। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টায় পরিবেশিত হয়েছে রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন, চাঁদপুরের নৃত্যানুষ্ঠান।
 অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও গীতিকার লিটন ভূইয়া  ও সংগঠনের সভাপতি হারন আল রশিদ।
আজ ১৩ অক্টোবব৷ সাংস্কৃতিক পক্ষ ২০২২ এর  সমাপনী দিন।  সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।  বিশেষ অতিথি থাকবে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম ( বার), নৌ – পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান   এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের   সাধারণ সম্পাদক আহ্কাম উল্যাহ।
সমাপনী দিনে সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
সমাপনী দিনে স্বপরিবারে আসার জন্য আমন্ত্রন জানিয়েছেন সাংস্কৃতিক পক্ষ উদযাপন পরিষদের আহবায়ক শুকদেব রায় ও সদস্য সচিব রফিক আহমেদ মিন্টু।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম