
চাঁদপুর: চাঁদপুর পৌরসভার গৌরবের ১২৫ বছর উপলক্ষে সাংস্কৃতিক পক্ষের ১৪তম দিনে মঙ্গলবার (১১অক্টোবর ) রাত ৮টায় মঞ্চস্থ হয়েছে নাটমঞ্চ ,চাঁদপুরের নাটক হুমায়ন আহমেদের ১৯৭১। পরিচালনায় ছিলেন পি এম বিল্লাল।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টায় পরিবেশিত হয়েছে সংগীত নিকেতন,চাঁদপুরের সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনায় ছিলেন দীপক চক্রবর্তী ও বিমল দে।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সংগীত নিকেতনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ ও সংগীত প্রশিক্ষক বিমল দে।
বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশিত হবে রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের নৃত্যানুষ্ঠান। রাত ৮ টায় মঞ্চস্থ হব মেঘনা থিয়েটার, চাঁদপুরের নাটক আলোমতি প্রেমকুমার। নির্দেশনায় হারুনুর রশীদ ডাক্তার।
বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর) সাংস্কৃতিক পক্ষ ২০২২ এর সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
বিশেষ অতিথি থাকবে জেলা প্রশাসক কামরুল হাসান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্যাহ। সমাপনী দিনে সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
স্বপরিবারে আসার জন্য আমন্ত্রিত জানিয়েছেন সাংস্কৃতিক পক্ষ উদযাপন পরিষদের আহবায়ক শুকদেব রায় ও সদস্য সচিব রফিক আহমেদ মিন্টু।
ফম/এমএমএ/