চাঁদপুর : চাঁদপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমি সবসময়ই সাংস্কৃতিক ব্যক্তিবর্গ নিয়ে আমি ভাবি। যতদিনই থাকবো সাংস্কৃতিক ব্যক্তিবর্গদের জন্যে কিছু করে যেতে চাই। সকল সাংস্কৃতিক ব্যক্তিবর্গদের নিয়েই আমি এগিয়ে যেতে চাই। ইলিশের বাড়ী চাঁদপুরের সাথে শিল্প সাহিত্যের চাঁদপুর বললেও খারাপ হতো না। কিভাবে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরো শক্তিশালী করা যায় সে বিষয়ে আমরা কাজ করবো।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমি সবসময় সাদাকে সাদা আর কালোকে কালো বলি। দেশে একটি চাপিয়ে দেয়ার সংস্কৃতি ছিলো। অন্তত সাংস্কৃতিক অঙ্গনকে এক রাখা উচিত ছিলো। সংস্কৃতিকে রাজনীতির বাইরে রাখেন। যদি সংস্কৃতিকে বিভক্ত করা হয় তাহলে চাঁদপুরে সংস্কৃতি শক্তিশালী হবে না।
জেলা প্রশাসক বলেন, অতিশীঘ্রই শিল্পকলাকে পরিচালনা করার উপযুক্ত করা হবে। মননে না থাকলে টাকা পয়সা দিয়ে সংস্কৃতি হয় না। নির্দেশনা পেলেই চাঁদপুর শিল্পকলার নির্বাচন অনুষ্ঠিত হবে জাকজমক ভাবে। দিনশেষে আমরা সকলে ঐক্যমত হবো। আমরা বিভিন্ন ধরণের সাংস্কৃতিক উৎসব করবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা করতে হবে। আপনারা আমাকে সাহস তৈরি করে দিতে হবে তাহলে আমার কাজ করতেও সহজ হবে। আমি
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি মাহমুদুল হাসান, বিশিষ্ট নাট্যকার লিটন ভূঁইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কালাম সরকারসহসহ জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
ফম/এস.পলাশ/এমএমএ/