মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ কৃতি সন্তান, দৈনিক জনকন্ঠের সাবেক সাব এডিটর, গণমুখ পত্রিকার নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক অগ্নিস্বাক্ষী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং টঙ্গী প্রেসক্লাবের তিন বারের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক নেতা শাহজাহান সিরাজ সাজু গত ২৯ অক্টোবর রবিবার রাত আড়াইটায় রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ ….. রাজিউন)। তিনি হঠাৎ অসুস্থতায় পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ১ ছেলে, ১ মেয়ে, পিতা মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর। গত ২৯ অক্টোবর রবিবার বাদ জোহর মরহুমের নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। পরে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শাহজাহান সিরাজ সাজু’র মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব, মতলব উত্তর প্রেসক্লাব সহ মতলব উত্তরের সকল সাংবাদিকবৃন্দ, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড় এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হোসেন বাতেন সহ অনেকে।
শাহজাহান সিরাজ সাজু দীর্ঘ ৩৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি একজন সৎ ও আদর্শ ব্যক্তি ছিলেন। দীর্ঘ এই কর্ম জীবনে তিনি গাজীপুর জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, শিক্ষক, সুধী সমাজ ও ব্যবসায়ীদের শ্রদ্ধার প্রিয় পাত্র ছিলেন। তার এই অকাল মৃত্যুতে টঙ্গী ও নিজ বাড়ি মতলব উত্তরের ইসলামাবাদ গ্রামে শোকে ছায়া নেমে আসে। তার পরিবার যেন এ মৃত্যু সইতে পারছেন না। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক। ছেলে সোহান অনার্স ও মেয়ে স্নেহা ৮ম শ্রেণীতে লেখাপড়া করছে।
মরহুমের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারবর্গ।
ফম/এমএমএ/আরাফাত/