শাহরাস্তি (চাঁদপুর): মফস্বলে একজন চারণ সাংবাদিক হিসেবে চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাকির হোসাইন খান ছিলেন ব্যপক পরিচিত ও জনপ্রিয় একজন ব্যক্তি। তাঁর ইন্তেকালের খবর পেয়ে ছুটে এসেছিলেন অনেকেই।
বুধবার (৬ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার টামটা উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক জাকির হোসেন খাঁনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় অংশ নেয়া লোকজনের একেবারে পিছনে বিদ্যালয়ের সিঁড়িতে বসে ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ও হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ প্রভাংশু বিমল দাস সুমন। সামাজিক ও পেশাগত পরিচয়ে সাংবাদিক জাকির হোসাইনের সাথে ডাঃ প্রভাংশু বিমল দাস সুমনের সাথে পরিচয় এবং সখ্যতা ছিলো। তাইতো অন্তিম বিদায় জানাতে ছুটে এসেছিলেন তাঁর জানাজায়। জানাজার নামাজের পিছনে বসে একজন ডাঃ সুমনের নিস্পলক চাহনি খুবই মমতার ছিলো, উপস্থিত সকলের জন্য ছিলো মর্মস্পর্শী। অন্য ধর্মের হলেও এত কাছ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে হয়তো কেউ বসে থাকে নি।
জাকির হোসেন খাঁন শাহরাস্তি উপজেলায় ৯০’র দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। দীর্ঘকাল তিনি দেশের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পেশাগত জীবনে মাঠ পর্যায়ের একজন গণমাধ্যমকর্মী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয় ছিলেন। অত্যন্ত হাস্যোজ্জ্বল সাদা মনের মানুষ ছিলেন সাংবাদিক জাকির হোসেন খাঁন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শাহরাস্তি জুড়ে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৮ টা ৫০ মিনিটে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক জাকির হোসেন খাঁন বিগত দুমাস ধরে অসুস্থ থাকলে পরিবারের সদস্যরা প্রথমে কুমিল্লায় পরে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। এক পর্যায়ে তাঁর লিভার সিরোসিস বলে চিকিৎসকরা জানান। ৫ এপ্রিল সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাঁকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন ছেলে সহ বহু আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
ফম/এমএমএ/