সাংবাদিক জহির শান্তের শ্বশুর সমাজসেবক আবদুর রহিমের ইন্তেকাল

কুমিল্লা  : দৈনিক কুমিল্লার কাগজের উপ- সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মোঃ জহির শান্তের শ্বশুর  বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আবদুর রহিম ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…  রাজিউন)।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। সর্বশেষ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি হলে বাড়িতে নিয়ে আসা হয়। পরে রোববার নিজ বাড়িতেই ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে আবদুর রহিম স্ত্রী, ২ পুত্র, চার কন্যা, নাতি নাতনীসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ আসর তাঁর একসময়ের কর্মস্থল রামপুর হাইস্কুল মাঠে জানাজা শেষে আবদুর রহিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম