
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামের কৃতি সন্তান, সৌদি আরব তাবুকের এনটিভি প্রতিনিধি ও দৈনিক খবরপত্র এবং দৈনিক একাত্তর কন্ঠের প্রতিনিধি, সাংবাদিক ইসমাইল খান টিটুর পিতা মরহুম ইউসুফ আলী খান মেম্বারের ৩৩তম মৃত্যু বার্ষিকীতে ১১ মার্চ শনিবার।
এ উপলক্ষে মরহুমের আমুয়াকান্দি নিজ বাড়িতে পবিত্র কোরআন খতম শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, ইউপি সদস্য মোঃ জাহিদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম ট্রফিজ, যুবলীগ নেতা বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম ইউসুফ আলী খান গজরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সমাজ সেবক ছিলেন। মরহুম ইউসুফ আলী খান মেম্বার ১৯৮৯ সালের ১১মার্চ ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ৫ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগাহি রেখে গেছেন।
মানবাধিকার কর্মী সাংবাদিক ইসমাইল টিটু তার মা সাবেক মহিলা মেম্বার রুনিয়া বেগমের জন্য দোয়া চেয়েছেন।
ফম/এমএমএ/আরাফাত/