
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার জরুরি সভায় উপস্থিত নেতৃবৃন্দ।
চাঁদপুর: সরকারের পাশাপাশি দেশ ও দেশের মানুষের স্বার্থে কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রভাত চাঁদপুর শাখার সহ সভাপতি জুয়েল হাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক এ সভায় সরকারের পাশাপাশি দেশ ও দেশের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থে কাজ করা, যেকোন দূর্যোগ মুহুর্তে এগিয়ে আসাসহ সংগঠনের অন্যান্য চলমান কাজগুলো গতিশীল করা এবং শনিবার (২৮ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠানে আগত ব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফল করার লক্ষ্যে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে প্রভাত চাঁদপুর শাখার পরিচালনা কমিটি ও কার্যনির্বাহী সদস্যদের মাঝে সংগঠনের নবায়নকৃত আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
এসময় প্রভাত চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন, কার্যনির্বাহী সদস্য তানজিনা আক্তার, জহির মোল্লা, জহির খান, সাজদিদ আফনান, রেজাউল রানা, জাহিদুল সায়েম, ফয়সাল হোসেন, আরজু আহমেদ, রাসেল হোসেন, রেজাউল করিম, আল আমিন, ফরহাদ হোসেন, আফরোজা মারিয়া, আল মাহমুদ, জাহিদুল ইসলাম, সিয়াম পাটওয়ারী, হিরা আক্তার ও সামির হোসেন প্রমূখ।
উল্লেখ্য, সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলাব্যাপী শক্তিশালী সাংগঠনিক ঐক্য নিশ্চিত করার জন্য একটি তথ্যভাণ্ডার তৈরির কার্যক্রম চলছে। দেশ ও দেশের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থে কাজ করা সংগঠনটি ২০১১ সাল থেকে সুনামের সাথে কাজ করে আসছে।
আগামীতেও সকলের সহযোগিতায় কাজ করার আশা ব্যক্ত করেন সংগঠনটির উর্ধতন নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/