সশব্দ হেমলক

—যুবক অনার্য
তুমি চাইছো আমাকে ফেলে দেবে
শেয়াল কুকুর আর হিংস্র
বাঘের তান্ডবে
আর ওরা আমাকে ছিঁড়ে খুবলে
খেয়ে, মেরে ফেলবে নিশ্চিত…
ওসব আসলে প্রয়োজন নেই
শুধু একবার বলো–আমাকে তুমি ভালোবাসোনি
সেটাই আমার মৃত্যুর জন্য
যথেষ্ট হয়ে যাবে।
Writer’s address : Jubak Anarjo ,
6/A,1/28, Mirpur, Dhaka 1216,
Bangladesh.
Mobile: 01914735227

ফোকাস মোহনা.কম