সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকরা

ছবি: সংগ্রহীত।

ফরিদপুরের সদরপুর উপজেলায় বাড়ছে উচ্চ ফলনশীল জাতের সরিষার চাষ। উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলের মাঠ জুড়ে সরিষার আবাদ চোখে পড়ার মতো। চাষে সময় ও খরচ কম হওয়ায় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শস্যটি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা।

কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে উন্নত জাতের সরিষা ৬ থেকে ৭ মণ পর্যন্ত উৎপাদন হয়। শস্যটি ৮০ থেকে ৯০ দিনের মধ্যে ঘরে তোলা যায়। আবহাওয়া অনূকুলে থাকলে আশা করা যায় এবার সরিষার ভালো ফলন হবে। তবে সামনে ঘন কুয়াশা হলে তা সরিষার জন্য ঝুঁকিপূর্ণ।

উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায় জানান, কৃষকদের প্রনোদনার আওতায় এনে সরকারিভাবে তাদের মাঝে বীজ, সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষায় কৃষকরা লাভবান হবেন।

এ বছর উপজেলার ৯টি ইউনিয়নে প্রায় ১৫’শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ৫’শ হেক্টর বেশি।-খবর এন শতাব্দী।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম