‘সরকার সব ধরনের সুবিধা মানুষের দ্বোরগোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছে’

-------------- এম ইসফাক আহসান (সিআইপি)

মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আয়োজিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগ নেতা এম ইসফাক আহসান (সিআইপি)।

মতলব উত্তর (চাঁদপুর):  চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল পর্যায়ে পৌঁছানোর লক্ষে এক মতবিনিময় সভা করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার লতরদী গ্রামে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান (সিআইপি)।

প্রধান অতিথির বক্তব্যে এম ইসফাক আহসান বলেন, পাড়ায় পাড়ায় জনগণের কাছে শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। বর্তমান সরকার সর্বস্তরের জনসাধারণের মাঝে ফ্রী করোনা টিকা প্রদান করেছে, যেটা উন্নত বিশ্ব করতে পারেনি। বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান করেছে, গরীব অসহায়দের মাঝে বিভিন্ন ভাতা চালু করেছে, স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী (পণ্য) সরবরাহ করেছে। এলাকার রাস্তাঘাট সহ সার্বিক বিষয়ে উন্নয়ন সাধিত হয়েছে। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান যত উন্নয়ন, যত অর্জন, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এখন তাঁরই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার সব ধরনের সুযোগ সুবিধা মানুষের দ্বোরগোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশ বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল।

এম ইসফাক আহসান এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমার দাদা ও পিতা মানুষের সেবা করে করেছেন। আমিও বিদেশে লেখাপড়া করে বিদেশে বসবাস না করে দেশে চলে এসেছি। বাবার ব্যবসার হাল ধরেছি এবং গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। সেই অনুপ্রেরণা থেকে মানুষকে সেবা করা চেষ্টা করছি। বিভিন্ন ভাবে মানুষকে সহায়তা প্রদান সহ বসতঘর নির্মাণ করে দেওয়া। বিশেষ করে আমি মানুষের জন্য কিছু করতে পারলে আমার গ্রামের সুনাম হবে। আমি সকলের দোয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী, তাহলে নৌকা প্রতীক দিবেন। আর আমি এমপি হতে পারলে গণমানুষের সেবা করার পাশাপাশি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাকে উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলব।

ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শ্যামল ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল সরকারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদ, অ্যাড. মো. জসিম উদ্দিন, ছেংগারচর পৌরসবার সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, হাসমত আলী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন বকাউল, কলাকান্দা ইউপি সদস্য মাশরাফি মাসুদ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম