চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নে মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ আব্দুর রশিদ।
বক্তব্য রাখেন, স্থানীয় বহরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, মুক্তিযুদ্ধা রওশন আলী বেপারী, হাজী খোকন রাঢ়ী, ইউপি সদস্য মোঃ জহির হাওলাদার, মোঃ ফারুক মাঝি, আলহাজ্ব দুলাল বেপারী, মোঃ মনির শেখ, হারুন-অর-রশিদ, মোঃ শাহ আলম মাঝি, মোঃ হাবিবুর রহমান টিটু, আব্দুল হারেছ, মোঃ শফিকুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, হোসনে আরা বেগম বিউটি, সিমা আক্তার ও হাসিনা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন চৌধুরী বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সরকারের এই ঘোষণা বাস্তবায়ন করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন। এই ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম খান মাদক, ইভটিজিং বাল্যবিবাহ ও অসামাজিক অপরাধ নির্মূলে যথেষ্ট সোচ্চার ভূমিকা পালন করছেন। অপরাধ নির্মূলের ক্ষেত্রে ইউপি সদস্যদেরকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ ইউপি সদস্যরা ভালো করেই জানেন, তাদের নিজ নিজ ওয়ার্ডে কারা অপরাধের সাথে জড়িত।
হেলাল চৌধুরী বলেন, আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বক্ষণ তৎপর রয়েছি। মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে সুনিদৃষ্ট তথ্য প্রদান করুন। আমরা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবো। তথ্য প্রদানকারীদের নাম ঠিকানা গোপন রাখা হবে।
তিনি বলেন, এই ইউনিয়নে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসে পড়াশোনা করবেন। আমরা চাই এই এলাকার সুনাম যেন সারাদেশে ছড়িয়ে পড়ে। এজন্য আপনাদেরকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এখানকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঠিক তথ্য আমাদেরকে প্রধান করুন। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান তার নিজ এলাকাটি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং নির্মূলে বেশ তৎপর রয়েছেন। চেয়ারম্যানের নেতৃত্বে ইতিমধ্যে এই ইউনিয়নে বাল্যবিবাহ ইভটিজিং অনেকাংশে রোধ হয়েছে। তবে কিছু মাদক ব্যবসায়ী ও সেবনকারী রয়েছে আমরা তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান বলেন, মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাদেরকে এই এলাকা থেকে উচ্ছেদ করা হবে। মাদকের সাথে জড়িত ব্যক্তিরা দেশ ও জাতির শত্রু। আমার ইউনিয়নে যেসব মাদকসেবনকারী ও বিক্রেতা রয়েছে তাদের একটি তালিকা করে সদর মডেল থানায় দেওয়া হয়েছে। আমি আশা করব আজ থেকেই তালিকা অনুযায়ি এসব অপরাধীদের গ্রেপ্তার করতে সদর মডেল থানা তাদের অভিযান শুরু করবে।
মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ছায়েদ আলী আখন।
সভায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/