
ফরিদগঞ্জ (চাঁদপুর): রোববার (১ জানুয়ারী) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারের গত ১৪ বছরে প্রতিটি সেক্টরে বড় বড় অজর্ন রয়েছে। আমার মতে এরমধ্যে বড় অর্জন বছরের প্রথম দিন কোটি শিক্ষার্থীর হাতে নুতন বই তুলে দেয়া। কারণ আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যত স্মার্ট বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তারা যদি বছরের শুরু থেকেই ক্লাসে মনোযোগী না হতে পারে, তাহলে তারা পিছিয়ে পড়বে অন্যদের থেকে। আমাদের সন্তানরা ইতিমধ্যেই সারা বিশে^ তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তাই জতির পিতার রেখে যাওয়া স্বপ্ন এবং তারই যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের একটি সুশিক্ষিত জাতি প্রয়োজন। এই ক্ষেত্রে মেয়েরা গুরুত্বপর্ণ ভুমিকা রাখতে পারে। কারণ বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে যাচ্ছে। সর্বশেষ মেট্রো রেলের নারী চালক হিসেবে প্রথম নারী পেয়েছি আমরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, লিয়াকত হোসেন প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নুতন বছরের বই তুলে দেন।
এর আগে পৌর মেয়র ভাটিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
ফম/এমএমএ/