সরকারের পদত্যাগের দাবিতে চাঁদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ 

চাঁদপুর: নতুন সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ  শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার অন্যতম সদস্য ও বাসদ ( মার্কসবাদী) চাঁদপুর জেলা শাখার সদস্য রহিমা আক্তার কলি। 
বক্তব্য রাখেন, বাংলাদেশের  সমাজতান্ত্রিক দল ( বাসদ) চাঁদপুর জেলা আহবায়ক কমরেড শাহজাহান তালুকদার,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন।
সভা পরিচালনা করেন বাসদ চাঁদপুর জেলা সদস্য জিএম বাদশা।
বক্তারা এ সময় বলেন, সরকার জনগণের দাবিকে অসম্মান করে ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় থেকে গেলো। জনগণ চেয়েছিল সরকার পদত্যাগের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রণয়ন করা। তা না করে একটি ভোটার বিহীন নির্বাচন ২০১৪ এবং ২০১৮ সালের ধারাবাহিকতা রক্ষা করে নির্বাচন করেছে-যা দেশের রাজনৈতিক দলগুলি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।  সরকার মানুষের যেমনি জান-মালের নিরাপত্তা দিতে  ব্যর্থ হয়েছে তেমনি গণতন্ত্র নির্বাসনে দিয়ে মানুষের অধিকার খর্ব করেছে।
বক্তারা বলেন, সরকার দিশেহারা হয়ে নিজের দলের মধ্যে সংঘাত – সংঘর্ষ লাগিয়ে দিয়েছে। এখনও নির্বাচন পরবর্তী সংঘাত অব্যাহত রয়েছে। এভাবে আমি-ডামি নির্বাচন করে হাস্য-রসে পরিণত করেছে। তাই আসুন গণতন্ত্র ফিরিয়ে আনি এবং মানুষের জীবন যাত্রা স্বাভাবিক করতে অব্যাহত আন্দোলনে নেমে পড়ি।
–প্রেস বিজ্ঞপ্তি

ফোকাস মোহনা.কম