চাঁদপুর: সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, কেউ প্রার্থী হলেও আমার নির্বাচনী এলাকায় কোন প্রতিবন্ধকতা নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাকে চাঁদপুর-৫ আসনে মনোনয়ন দিয়েছেন। জাতির পিতার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করছেন। বিগত ৫ বার আমরা চেষ্টা করেছি নির্বাচনী এলাকায় উন্নয়ন করার জন্য। ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনগণ উপকৃত হয়েছে। বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সারাদেশে কয়েক কোটি মানুষ উপকৃত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান এর নিকট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৫ আসন থেকে মনোনয়ন পত্র জমা দেয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন দূর্যোগের সময় প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। কাজেই আমাদের শাক্তি বঙ্গবন্ধুর আদর্শ ও তার স্মৃতি। তার আদর্শ বাস্তবায়নে তার কন্যা যে কাজ করে যাচ্ছেন, এর সুফল পেয়েছে দেশের জনগণ। এটাই হচ্ছে আমাদের মূল শক্তি।
স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাহিরে যত লোকই আসুক তাদেরকে আমি প্রতিবন্ধকতা মনি করি না এবং ওটাকে হিসেবেও নেই না। এগুলোকে প্রতিবন্ধকতা ভুলে যেতে হবে এবং জনগণকে শক্তি মনে করতে হবে। আমার গভীর বিশ^াস আমরা বিজয়ী হব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এদেশের উন্নতি, অগগ্রতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন।
এ সময় চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জে এম আনোয়ার প্রমূখ।
ফম/এমএমএ/