‘সরকারের নানা উদ্যোগের কারণে শিক্ষার্থীদের সেখার সুযোগ তৈরী হচ্ছে’

চাঁদপুর :জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা ও জাতীয় পর্যায়ে এক মিনিট ভিডিও চিত্র তৈরী করার প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, সরকারে এ ধরণে উদ্যোগের কারণে শিক্ষার্থীরা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সম্পর্কে জানতে পারবে। একসময় আমরা যখন পড়াশুনা করেছি তখন আমাদেরকে এধরণে শিক্ষা দেয়া হয় নি। এ ধরণের সুযোগ শিক্ষার্থীদের ভালো ম্যাসেজ দেয়া। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। তাঁর জীবনী থেকে শুরু করে তাঁর ত্যাগ তিতিক্ষা সম্পর্কে জানতে পারবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, এ কাজটি একটি টেকনিক্যাল কাজ। যেহেতু জাতীয় পর্যায়ের যাবে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। জেলা পর্যায়ে যেন অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। আমরা বিভাগীয় পর্যায়েতো অবশ্যই, জাতীয় পর্যায়ে ভালো করতে চাই। ভিডিও টি দেখে যেন আমরা সেই যুগে চলে গেলাম এবং  আমাদের সামনেই যেন সে সময়টা চলে আসে, সেই ভিডিও আমরা খুঁজছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথ, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া, আইসিটি প্রোগ্রামার হারুন অর রশিদ প্রমূখ।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম