চাঁদপুর: শিক্ষা ও ছাত্রকল্যাণমূলক সংগঠন ‘চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ (অঙ্গীকার)’–এর সরকারি বাঙলা কলেজ শাখার উপদেষ্টা পরিষদ ও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৫ মে) কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক উপদেষ্টা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত উপদেষ্টা পরিষদে শিক্ষকদের মধ্যে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল কাইয়ুম হোসেন (সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি বাঙলা কলেজ) প্রধান উপদেষ্টা, মোঃ মাহমুদুল হাসান (মাসুম) (চাঁদপুর সদর)।
অন্যান্য উপদেষ্টাগণ হলেন, শরিফুল ইসলাম রাকিব (ফরিদগঞ্জ), মোঃ ইউসুফ গাজী (চাঁদপুর সদর), মোঃ কাশিম খান (চাঁদপুর সদর), মোঃ রাকিব হোসেন (ফরিদগঞ্জ), মোঃ আল আমিন (হাজিগঞ্জ), মোঃ রুহুল আমিন (সাগর) (মতলব উত্তর)।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাসেল ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ফাতেমা ইসলাম, মেশকাত আহমেদ, সাদিয়া আক্তার, রিয়াদ হোসেন ফাহাদ, মোঃ বেলাল হোসেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ খালেদ হাসান, মোঃ নজরুল ইসলাম খান, আতাউর রহমান সিয়াম এবং সাজ্জাদ হোসেন।আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রবিন খান।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন:
হাসিবুর রহমান, কামরুল হাসান সিয়াম, ইশতিয়াক আহমেদ রাফি, শিহাব আল নাসিম, আসমা আক্তার, আবু নাঈম সোফা, তাহমিনা আক্তার আঁখি, রাকিবুল ইসলাম এবং মিঠুন মজুমদার।
কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, উপাধ্যক্ষ মিটুল চৌধুরি, সংগঠনের শিক্ষক উপদেষ্টা মোঃ আব্দুল কাইয়ুম হোসেন, প্রধান উপদেষ্টা মোঃ মাহমুদুল হাসান মাসুম, উপদেষ্টা রাকিব হোসেন, মোঃ কাশিম খান এবং মোঃ রুহুল আমিন।
তাঁরা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আগামীর পথচলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ (অঙ্গীকার) দীর্ঘদিন ধরে ঢাকায় অধ্যয়নরত সরকারি বাঙলা কলেজের চাঁদপুর জেলার শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে।
নতুন কমিটির মাধ্যমে সংগঠনের দায়িত্ব আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, “এই দায়িত্ব শুধু সম্মান নয়, এটি একটি অঙ্গীকার-চাঁদপুর জেলার শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করার।” তাঁরা একতাবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
ফম/এমএমএ/