সরকারি নিয়মে বাড়িভাড়ার দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির স্মারকলিপি

চাঁদপুর:  শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষে সরকারি নিয়মে বাড়িভাড়ার দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুরের মতলব উত্তর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলা কমিটি পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর ১১ অক্টোবর, সোমবার স্মারকলিপি প্রদান করেন।

এ সময় মতলব উত্তর উপজেলা কমিটির শিক্ষা অফিসার জনাব মো. আব্দুল কাইউম খান উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি মো কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম মাস্টার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. মোজাম্মেল হক, সদস্য মো. মোশাররফ হোসেন, মোঃ রবিউল্লাহ, মোঃ শরিফুল ইসলাম।

ফরিদগঞ্জ উপজেলা কমিটির পক্ষে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, উপদেষ্টা কমিটির সদস্য মো. ইউছুফ মোল্লা, সহ সভাপতি রেজওয়ান আজম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা প্রচার সম্পাদক মো.জাহিদ হোসেনসহ আরো অনেকে।

হাজীগঞ্জ উপজেলা কমিটির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সভাপতি মো. মাইনউদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুছ মিয়া, সদস্য মো. ফজলুল হক, মো. জসীম উদ্দিন, মো. বিল্লাল হোসেন, বিমল চন্দ্র শীল, মো.রবিউল আউয়ালসহ আরো অনেকে।

উল্লেখ্য গত ৫ অক্টোবর জেলা কমিটি ও ৬ অক্টোবর মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলা কমিটি স্মারকলিপি কর্মসূচী পালন করেন।
ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম