চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা রাজস্ব সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভূমি উন্নয়ন কর হোল্ডিং এন্ট্রি সংক্রান্তে আমরা শতভাগ নিশ্চিত করতে চাই। প্রতিটি ক্ষেত্রে বা কাজে ইচ্ছা শক্তি থাকতে হবে। ইচ্ছা না থাকলে কোন কিছু করা যায় না। সরকারি কর্মকর্তাদের কোন কাজ করতে হলে দেখে শুনে বুঝে করতে হয়।
এছাড়াও জেলা প্রশাসক প্রত্যেক ইউএনও কে তহশিল অফিসে পরিদর্শন করতে নির্দেশনা দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জিপি অ্যাড. আব্দুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, মতলব উত্তর সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, সদরের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলার চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনামুল হাসান প্রমূখ।
ফম/এমএমএ/