সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সক্ষম হব : এমএ কুদ্দুস

ছবি: ফোকাস মোহনা.কম

মতলব উত্তর (চাঁদপুর): মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো মতলব উত্তরেও পালিত হয়েছে মুজিববর্ষের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে র্যালি বেরহয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
বক্তব্যে তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আজ বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক কারণেও বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। সরকার ২০০৯ সাল থেকে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেছে।

এমএ কুদ্দুস আরও বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা এবং মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বন্যা, ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগ মোকাবিলা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও যেকোনো দুর্যোগ মোকাবেলা ও এর ঝুঁকি কমাতে আমরা সক্ষম হব, ইনশাল্লাহ।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান তপু, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সাংবাদিক বোরহানউদ্দিন ডালিম, সাংবাদিক জাকির হোসেন বাদশা , নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ফতেপুর পূর্ব ইউপি আ”লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ৷

ফম/এমএমএ/