চাঁদপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক বালিক অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে আয়োজন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
এডিসি বশির আহমেদ বক্তব্যে বলেন, এ টুর্নামেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উদ্দেশ্য থাকবে চাঁদপুর জেলাকে সবার সামনে ভালোভাবে পরিবেশন করবো। সর্বোচ্চ পর্যায়ে আমরা টুর্নামেন্টের নিয়মকানুন মানার চেষ্টা করবো। এ জেলায় খেলার জন্যে এমন উৎসাহ উদ্দীপনা দেখে আমি অভিভূত। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ টুর্নামেন্ট গুলো সুন্দরভাবে বাস্তবায়ন হবে।
তিনি আরো বলেন, এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট আমরা এবার নতুন করে আয়োজন করতে যাচ্ছি। এ টুর্নামেন্টটিও আমরা সবাই মিলে সুন্দরভাবে আয়োজন করবো।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন প্রমূখ।
এসময় টুর্নামেন্ট গুলো কার্যবিবরণী উপস্থাপন করেন জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম।
প্রস্তুতিমূলক সভায় সর্ব সম্মুখে লটারির মাধ্যমে টুর্নামেন্ট গুলোর খেলার সূচি নির্ধারণ করা হয়।
ফম/এস.পলাশ/এমএমএ/