কাজী নওশাবা পূজার অষ্টমীর দিন কোরিওগ্রাফার আলিফকে নিয়ে ঢাকা থেকে যান শ্রীমঙ্গলের নিঝুম চা বাগানে।
সেদিন মেয়ে প্রকৃতির জন্মদিন পালনের পাশাপাশি করলেন পূজা উদযাপন।
অন্যদিকে মাত্র ২ ঘণ্টার রিহার্সেলে স্থানীয় চা বাগান শ্রমিকের ছোট ১০ ছেলেমেয়ে নিয়ে ‘গৌরী এলো’ গানটির সঙ্গে নওশাবা-আলিফ পরিবেশন করেন মনোমুগ্ধকর নৃত্য।
নওশাবা-আলিফ ও সেখানকার শিশুদের নাচে দেখা গেল সম্প্রীতির ডাক।
ফম/এমএমএ/